History

আমাদের পদচারণার কিছু দিক

আমাদের পাঠপরিকল্পনা সাজাতে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়েছে।

  • শ্রেণি অনুযায়ী বিষয়ভিত্তিক উপযু্ক্ত পাঠ্য নির্ধারণ।
  • পাঠদানের জন্য সঠিক, সহজ  এবং বোধগম্য পদ্ধতির অনুসরণ।
  • বয়স, মেধা ও ধারণক্ষমতা অনুযায়ী শ্রেণিভিত্তিক শিক্ষার্থীরেদ মূল্যায়ন।
  • প্রতিটি বিষয়ে বর্ণমালা সঠিক উচ্চারণে বলা এবং মাত্রাজ্ঞানসহ সঠিক নিয়মে লিখতে শেখা।
  • একই বিষয়বস্তু একাধিক ভাষায় উপস্থাপন করতে শেখা।
  • মুখস্তের পাশাপাশি আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে বাস্তবমূখী শিক্ষায় অভ্যস্ত করা । 
  • অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক বিষয এডিয়ে চলা। 
  • ধর্মীয়, জাগতিক, নৈতিক ও মানবিক মূল্যবোধের সমন্বয় সাধন।
  • শিক্ষার পাশাপাশি আদব, আখলাক ও সভ্য-মার্জিত জীবন যাপনের অনুশীলন। 
  • সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন