Message from Chairman

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

সম্মানিত অভিভাবকবৃন্দ

আল্লাহ তায়ালা আপনাদেরকে সন্তানের মতো মহা নেয়ামত দান করে ধন্য করেছেন। সন্তানের মেধার বিকাশ ও সুস্থভাবে বেড়ে ওঠা অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করে তার শৈশব পরিচর্যার উপর। আপনাদের আদর-ভালোবাসা, যত্ন-পরিচর্যা ও শিক্ষার ক্ষেত্রে আপনাদের সুদূর প্রসারী সুচিন্তিত সিদ্ধান্ত তার ভবিষ্যৎ বিনির্মাণে ভিত্তি হিসেবে কাজ করবে। আমরা বিশ্বাস করি প্রত্যেক মা-বাবাই চান তাদের সন্তান মানুষের মত মানুষ হোক, সুশিক্ষিত ও উচ্চশিক্ষিত হয়ে বাবা, মা ও পরিবারের মুখ উজ্জ্বল করুক, সর্বোপরি দেশ ও জাতির কল্যাণে অবদান রাখুক। 

প্রিয় অভিভাবকগণ,

আপনার সন্তানের আলোকিত জীবন গঠনের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ‘দারুন নাশাত’ (একটি মানসম্পন্ন মাদরাসা ও স্কুল)। দারুন নাশাত বিশ্বাস করে, আপনার সন্তান শুধু আপনার সন্তানই নয়; সে বৃহত্তর সমাজেরও অংশ। আপনার সন্তান সুশিক্ষিত ও দক্ষ হলে একটি সুশিক্ষিত প্রজন্ম গড়ে উঠবে। যারা দেশ, জাতি, ধর্ম  ও বর্ণ নির্বিশেষে মানবতার কল্যাণে কাজ করবে। আর এভাবেই গড়ে উঠবে একটি সুন্দর পৃথিবী । আপনার সন্তানের উপযুক্ত গুণাবলির পরিপূর্ণ বিকাশে পূর্ণ দায়িত্বশীলতার সাথে আপনার পাশে আছে “দারুন নাশাত”