Achievements

বিগত দিনের আমাদের সন্তানদের সফলতার চিত্র

  • এ পর্যন্ত হাফেজ হাফেজা হয়েছেন ৩১ জন। 
  • হাফেজ  ১৭ জন
  • হাফেজা ১৪ জন

তন্মধ্যে সল্পসময়ে হিফজ সম্পন্ন কারী বালক

  • মোসাদ্দিক আহমদ(৮মাস)
  • রিমন(৬মাস)
  • ইয়ামিন(৩মাস)
  • বুরহান উদ্দিন(৩মাস ১০ দিন)
  • হাসিব খাঁ (১১মাস)

সল্পসময়ে হিফজ সম্পন্ন কারী বালিকা

  • ফারিহা আক্তার ( ৫মাস)
  • মোছাঃ আসমাউল হুসনা (৮মাস)

আমাদের স্কুল সেকশনের কিছু অর্জন

  • হবিগঞ্জ শিক্ষা সংস্কৃতি উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ বৃত্তি পেয়ে সফলতা অর্জন করে। 
  • ২০২৩ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় সুপার ট্যালেন্টপুল, ট্যালেন্টপুলসহ ২৬জন বৃত্তি লাভ করে। 
  • ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণিতে শতভাগ বৃত্তি লাভ করে।